1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু শৈলকুপায় লাইসেন্স বিহীন সার বিক্রি করায় থানায় মামলা দায়ের! বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ হাসান এখন ঝিনাইদহ পিবিআইতে কর্মরত! যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে শোষণ- বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দায়িত্ব নিতে হবে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির শৈলকূপা সাতগাছি গ্রামে বিএনপির দুই দলের সংঘাত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রসংশায় ভাসছেন এএসএসআই মাসুদ রানা! যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা

শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি:

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের। এসো নবীন দলে দলে ছাত্র শিবিরের পতাকা তলে। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন গঠনের একটি বিধান। ইসলামিক নিয়মে রাষ্ট্র পরিচালনা করা হলে সেই রাষ্ট্রের মানুষ কোন সময় অন্যায়ের পথে ধাবিত হবে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন তাদের এই ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়ন করতে হবে অবিলম্বে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।

(১৪ অক্টোবর) মঙ্গলবার সকালে
সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, পতিত সরকারের দিন শেষ এদেশের মাটিতে আর কোন দিন ফ্যাসিবাদের পূর্ণবাসন হবে না। ফ্যাসিস্ট পূর্ণবাসনের চেষ্টা যদি কেউ করে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেওয়া হবে। দেশের মানুষের মাঝে কোন বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।শহীদ আবু সাঈদ মুগ্ধের মত সূর্য সৈনিকেরা আগামী দিনে এদেশে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সভাপতি কাজী জুবায়ের আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শেখ মোহাম্মদ আমানুল্লাহ্য। উপজেলা জামায়াতে ইসলামী আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম,জেলা ছাত্র শিবির সভাপতি আরিফ হোসেন,সেক্রেটারি ওবায়দুর রহমান খান। কোটচাঁদপুর পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি সিয়াম আহম্মেদ, কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি হাফেজ সোহেল আহমেদ এবং কোটচাঁদপুর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ ইমরান হোসেন প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান আশিক।

এ সময় শিক্ষক ছাত্র-ছাত্রী সহ কলেজে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট