আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর প্রতিনিধি:
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের। এসো নবীন দলে দলে ছাত্র শিবিরের পতাকা তলে। শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম। ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন গঠনের একটি বিধান। ইসলামিক নিয়মে রাষ্ট্র পরিচালনা করা হলে সেই রাষ্ট্রের মানুষ কোন সময় অন্যায়ের পথে ধাবিত হবে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন তাদের এই ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। জুলাই যোদ্ধাদের সনদ বাস্তবায়ন করতে হবে অবিলম্বে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য তিনি এসব কথা বলেন।
(১৪ অক্টোবর) মঙ্গলবার সকালে
সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ শাখা ছাত্র শিবিরের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, পতিত সরকারের দিন শেষ এদেশের মাটিতে আর কোন দিন ফ্যাসিবাদের পূর্ণবাসন হবে না। ফ্যাসিস্ট পূর্ণবাসনের চেষ্টা যদি কেউ করে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে রুখে দেওয়া হবে। দেশের মানুষের মাঝে কোন বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।শহীদ আবু সাঈদ মুগ্ধের মত সূর্য সৈনিকেরা আগামী দিনে এদেশে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সভাপতি কাজী জুবায়ের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শেখ মোহাম্মদ আমানুল্লাহ্য। উপজেলা জামায়াতে ইসলামী আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম,জেলা ছাত্র শিবির সভাপতি আরিফ হোসেন,সেক্রেটারি ওবায়দুর রহমান খান। কোটচাঁদপুর পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি সিয়াম আহম্মেদ, কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি হাফেজ সোহেল আহমেদ এবং কোটচাঁদপুর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ ইমরান হোসেন প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মোশাররফ হোসেন কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান আশিক।
এ সময় শিক্ষক ছাত্র-ছাত্রী সহ কলেজে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত