
মোঃ সাকিব খান,স্টাফ রিপোর্টার: মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস।
শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি আশসাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলাদ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা নাদিয়া সুলতানা, পুরস্কারপ্রাপ্ত অদম্য নারী নমিতা রাণী, বিউটি রাণী বিশ্বাস প্রমুখ