ইউএনও খাতিজা বেগম বলেন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
আমি পদত্যাগপত্র পাওয়ার পর তা তাৎক্ষণিকভাবে ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। ইউনিয়নের জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যান সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান বকুল জানান, ২৫ নভেম্বর জারি হওয়া সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পদ না ছাড়লে তার ২০ বছরের পুরনো ডিলারশিপ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তিনি বলেন, বিএডিসির ডিলারশিপ আমার দীর্ঘদিনের ব্যবসা। সেটি বাঁচাতেই স্বেচ্ছায় পদত্যাগ করতে হয়েছে। চেয়ারম্যান হিসেবে আমার মেয়াদ বাকি ছিল আরো এক বছর।
২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আতিকুর রহমান বকুল চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২২ সালের ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন।
চেয়ারম্যানের পদত্যাগের খবরে কাশিপুর ইউনিয়নসহ পুরো রাণীশংকৈলে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘিরে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে।










