
সজিবুল ইসলাম সজিব: ঝিনাইদহ-১ শৈলকূপা আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন কিনলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু। এসময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, রবিউল ইসলাম, শাকিলউজ্জামান, রিজু আহমেদসহ অন্যান্য নেতৃত্ববৃন্দুরা।
মনোনয়ন ফরম ক্রয়কালে মিজানুর রহমান পিন্টু সাংবাদিকদের জানান, আমি শতভাগ আশাবাদী শৈলকূপা কে সুন্দর উপজেলা হিসাবে গড়তে তুলতে পারবো যদি আমাকে সাধারণ জনগণ গ্রহণ করে। তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি,তরুণ সমাজ আমাদের চাই। সাধারণ জণগণ নতুন কিছু চাই __তিনি বলেন শৈলকূপা উপজেলার সন্তান আমি। শৈলকূপার মানুষ কে নতুন কিছু দিতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে।
তিনি আরো বলেন, আমরা ৭১ পরে অনেক নেতৃত্ব দেখেছি সবাই নিজের স্বার্থের পরিচয় দিয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি প্রত্যেকটা কাজ জণগণের সাথে নিয়ে বাস্তবায়ন করবো। তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।