1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
  • পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের মানববন্ধন
    সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
    ৫ দফা দাবি বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
    বুধবার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর।
    বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম এবং শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ।
    বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি।
    তাঁরা আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,আগামীতে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
    মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট