প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:৫১ পি.এম
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের মানববন্ধন
- পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতের মানববন্ধন
সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
৫ দফা দাবি বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
বুধবার সকাল ১০টার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম এবং শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি।
তাঁরা আরও বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,আগামীতে ইনশাআল্লাহ জামায়াতে ইসলামি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।
মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত