এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদীতে জেলের জালে ধরা পড়লো ‘শুশুক’ যা (দেখতে অনেকটা ডলফিনের মতো) স্থানীয়ভাষায় ‘শীশু’ নামেও পরিচিত।
ঘটনাটি উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন নদীর অংশে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিধান ও বিপুল মাঝি মাছ ধরার সময় হঠাৎ জালে উঠে আসে এই বিরল প্রজাতির শুশুক। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে । বিলুপ্তপ্রায় আজব এই প্রাণীকে একনজর দেখতে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা।
এর আগে শৈলকুপার গড়াই নদীতে কুমির ধরা পরলে সে খবর খুবই চাঞ্চল্যের সৃষ্টি করে। কিন্তু এবার ব্যাতিক্রম একটি প্রাণী, যা ডলফিনের মতো দেখতে। অদ্ভুত এই প্রাণীকে অনেকেই প্রথমবারের মতো সরাসরি থেকে দেখে বিস্ময় প্রকাশ করেন। অনেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন।
নিরীহ ও বিলুপ্তপ্রায় এই প্রাণী দীর্ঘ কয়েকবছর পর আবার দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং তারা এই প্রাণীকে অবমুক্ত করার দাবি জানায়।