এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদীতে জেলের জালে ধরা পড়লো 'শুশুক' যা (দেখতে অনেকটা ডলফিনের মতো) স্থানীয়ভাষায় ‘শীশু’ নামেও পরিচিত।
ঘটনাটি উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন নদীর অংশে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিধান ও বিপুল মাঝি মাছ ধরার সময় হঠাৎ জালে উঠে আসে এই বিরল প্রজাতির শুশুক। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে । বিলুপ্তপ্রায় আজব এই প্রাণীকে একনজর দেখতে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা।
এর আগে শৈলকুপার গড়াই নদীতে কুমির ধরা পরলে সে খবর খুবই চাঞ্চল্যের সৃষ্টি করে। কিন্তু এবার ব্যাতিক্রম একটি প্রাণী, যা ডলফিনের মতো দেখতে। অদ্ভুত এই প্রাণীকে অনেকেই প্রথমবারের মতো সরাসরি থেকে দেখে বিস্ময় প্রকাশ করেন। অনেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন।
নিরীহ ও বিলুপ্তপ্রায় এই প্রাণী দীর্ঘ কয়েকবছর পর আবার দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং তারা এই প্রাণীকে অবমুক্ত করার দাবি জানায়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত