1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট দিন ইনসাফ ও পরিবর্তনের পক্ষে: মহেশপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান অবসরের পর নতুন দিগন্ত: মোঃ রিয়াজুল আলম খানের মৎস্য খামারের গল্প জাতীয় সমাবেশ বাস্তবায়নে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন: শৈলকুপায় ৪০ টনি বালুর ড্রাম ট্রাকের তান্ডব: ধ্বংসের মুখে গ্রামীণ সড়ক ও সেতু, প্রশাসন নির্বিকার! তিনদিন সরকারি ছুটি, শৈলকুপা পানি উন্নয়ন বোর্ড অফিসে দিনের বেলায় জ্বলছে বৈদ্যুতিক বাল্ব আযানের প্রতি শ্রদ্ধা: শৈলকুপার রথযাত্রায় ঢোল থামিয়ে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দর্শক নন্দিত টেলিভিশন এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইবিতে চাঁদা চেয়ে বিপাকে দুই ছাত্রদল নেতা, ‘মাফ চেয়ে’ সমাধান ১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি: রুমিন ফারহানা এলজিইডি’র সাবেক প্রকৌশলীর জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ। 

প্রতিদিন শতাধিক ফকিরের মুখোমুখি কোটচাঁদপুরবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ ভিুক্ষুক মুক্ত উপজেলা কোটচাঁদপুর। উপজেলার প্রধান সড়কেও ছিল এমনই সাইন বোর্ড। অথচ উপজেলা সমাজ সেবা অফিসের ২০২২ সালের তথ্য অনুযায়ী ১২৯ জন ভিক্ষুকের তালিকা আছে তাদের কাছে। প্রতিদিন শতাধিক ফকিরের মুখোমুখি কোটচাঁদপুরবাসী। ভিক্ষা যেন বিনা পূজিঁর ব্যবসায় পরিনত হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে ভিক্ষার ধরনও পাল্টিয়েছেন ভিক্ষুকরা, তারা এখন ভিক্ষা চাওয়ার বদলে বিভিন্ন অজুহাতে সাহায্য চেয়ে থাকেন। সরেজমিনে ঘুরে দেখা যায় একাকি কিংবা ছোট ছোট দল বেঁধে কোটচাঁদপুর শহরে ভিক্ষা করছেন  কালীগঞ্জ থেকে আগত ভিক্ষুক খুশি, পারভিনা, জরিনা, ফাতেমা, কহিনুর ও কিশোরী মিতা, হাকিমপুরের আকর আলী, আলোকদিয়ার সালমান, যশোরের রাশিদা, আকলিমা, জাহিরুল, ফাতেমা, রহিমা, কাকলী খোকন ও চৌগাছার পারভেজ, লালবানুসহ আরো অনেকে । তাদের সাথে কথা বলে জানা যায় তারা সবাই পেঠের দায়ে এ পেশা বেছে নিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ শিশু, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী কেউবা সুস্থ মানুষ বটে। তারা দরিদ্র্যতার ধাক্কায় দলবেঁধে নেমেছেন ভিক্ষাবৃত্তিতে। কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই বয়স কম এবং  সুস্থও আছেন অথচ বিনা পুজিঁতে এমন ব্যবসা বেছে নিয়েছেন। সকাল হলেই ছুটছেন   শহর থেকে গ্রামে। জীবিকার সংগ্রামে হাত পাতছেন ব্যবসা প্রতিষ্ঠান,  বাসা-বাড়ি ও পথচারিদের কাছে। শুধু এরাই নন। এমন অসংখ্য ভিক্ষুকের জটলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কোটচাঁদপুর বাসী। দলবেঁধে ট্রেন থেকে নেমে ভিক্ষাবৃত্তির এমন দৃশ্য দেখা যায় প্রতি শনিবারসহ সপ্তাহের প্রতিদিনই। নোয়াপাড়া, যশোর, চৌগাছা, কালীগঞ্জ থেকে দলে দলে ভিক্ষুক প্রবেশ করে কোটচাঁদপুর শহরে। যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করেন সস্তা ট্রেন। তাদের সাথে কথা বলে জানা যায়, গেল করোনার প্রভাব আর দ্রব্যমূল্যর অগ্নিমূল্যসহ নানা কারণে দরিদ্র্য পরিবারে বেড়েছে ভিক্ষাবৃত্তি। এছাড়া শারীরিক অক্ষমতা, পঙ্গত্ববরণ, বিধবা হওয়া, অসুস্থ স্বজনের চিকিৎসাসেবা, মেয়েকে পাত্রস্থ ও সন্তানদের কাছে বিতাড়িত হয়ে ভিক্ষাবৃত্তিতে নামছেন তারা। তাদের কেউ বলেছেন অসুস্থ সন্তানের চিকিৎসাসেবা, রোগাক্রান্তে পঙ্গত্ববরণে ভিক্ষুক হয়েছেন। কেউবা জানিয়েছেন স্বামী মারা গেছেন, সন্তানেরা দেখেন না, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রায় ব্যয় বাড়ায় বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি পেশা। আবার অনেকে বাণিজ্যিক হিসেবেও এই কাজটি করে যাচ্ছেন বলে জানা গেছে। মুদি ব্যবসায়ী হযরত আলী বলেন ভিক্ষুকের পরিমান এতো বেশি যে তাদের সামলাতে গিয়ে খরিদ্দার বিরক্ত হয়ে ফেরত যায়। একই কথা বলেন বাজারের ব্যসায়ী মোঃ আলামিন ও জিয়া। খোঁজ নিয়ে জানা যায় কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়ে ১৩ জন, দোড়া ইউনিয়নে ১৬ জন,  কুশনা ইউনিয়নে ৫৩ জন, বলুহর ইউনিয়নে ১৫ জন, এলাংঙ্গী ইউনিয়নে ২৭ জন  এবং পৌর শহরে ৫ জনসহ উপজেলায় মোট ১২৯ জন ভিক্ষুক আছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও ভিক্ষুক পূর্ণবাসনের জন্য বরাদ্দ আছে ১ লক্ষ ৭ হাজার টাকা, যা মাথা পিছু ৮২৯/- করে ভিক্ষা দেয়া যায়। এ টাকা দিয়ে ১ জনের বেশি ভিক্ষুককে পূর্ণবাসন সম্ভব নয় যদিও চেষ্টা করা হচ্ছে ৩ থেকে ৪ জন ভিক্ষুকের মধ্যে ছাগল বা গরুর বাছুর ক্রয় করে দিয়ে তাদের পূর্ণবাসনের বলেন  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।  এ পর্যন্ত পূর্ণবাসনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি বন্ধ করা সম্ভব হয়নি বরং সংখ্যায় বেড়েছে বলেও জানান তিনি।  কালীগঞ্জের জাকিরুল ইসলাম (৩৫) জানালেন, নানা অভাব-অনটনের সংসার তার। এক সময় দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এরই মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়েছেন। তাই পরিবারের চাহিদা পূরণের চেষ্টায় অন্যের কাছে হাত পাতছেন তিনি।

লালবানু (৫৫) নামের আরেক ভিক্ষুক বলেন, এক বছর আগে আমার স্বামী মারা গেছেন। দুই ছেলের সংসার তেমন চলে না। তাই নিজেকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। এবিষয় স্থানীয় মানবাধিকার কর্মী রেজাউল করিম  বলেন, সমাজ থেকে ভিক্ষুক হ্রাস কল্পে প্রথমত প্রতিবেশীদের সহানুভূতিশীল হতে হবে। সেই সঙ্গে সরকারি বরাদ্দের  সুবিধাগুলো  লুটপাট না করে  সংশ্লিষ্টদের সুষম বন্টন অবশ্যক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট