
মোঃ শাহজালাল জোয়ার্দার
ক্রাইম রিপোর্টার:-
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ভারতকে এক জটিল পরিস্থিতিতে ফেলেছে বলে মনে করা হচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন হাসিনার জন্য আরেকটি প্রত্যর্পণের অনুরোধ জারি করবে বলে ধারণা করা হচ্ছে, যিনি ২০২৪ সালের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন।