
মোঃ সাকিবুল ইসলাম সজীব(ক্রাইম রিপোর্টার) শৈলকুপাঃ ঝিনাইদহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরী বিভাগ থেকে রেখা (৪৫) নামে এক রুগীকে হাসপাতালের টিকিট ছুড়ে ফেলে দেওয়া ও রুগীকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শাহনেওয়াজ ইবনে কাশেম ও ডঃ রাবেয়া খাতুনের বিরুদ্ধে।

oplus_34
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরী বিভাগ(চেম্বারে) এ ঘটনা ঘটে। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগী রেখা খাতুন হাসপাতাল কতৃপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
চিকিৎসা নিতে আসা রুগী রেখা বেগম জানান, আমি চিকিৎসা নিতে টিকিট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলে দেখতে পায় ডঃ শাহনেওয়াজ ইবনে কাশেম মোবাইল চালানোতে ব্যস্ত। আমাকে দেখে রেগে গিয়ে উত্তেজীত হয়ে গালিগালাজ শুরু করেন এবং এক পর্যায়ে পাশে বসে থাকা ডঃ রাবেয়া বিভিন্ন রকম হুমকি-ধামকি দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেন। ডাক্তারের এমন আচরণে আমি হতবাক হয়েছি। চিকিৎসা নিতে আসা সাধারণ অনেক রূগী প্রতিদিন কেউ না কেউ অবহেলা ও হয়রানির শিকার হচ্ছে এই হাসপাতালে এসে।
আমি এই ঘটনার বিচার দাবি করছি।
এই ঘটনায় অভিযুক্ত ডাক্তারদের বক্তব্য নিতে একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, আমি জানতে পেরেছি একজন রুগী সেবা না পেয়ে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।