
শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি : “ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান ” প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উদ্বোধন শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী ঝিনাইদহ জেলা সংসদ, শৈলকুপা ও শেখপাড়া শাখা সংসদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর উদ্দীন আহমেদ। উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলাম এর সভাপতিত্বে এবং উদীচী শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা ও জেলা সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশির আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখপাড়া শাখার সাধারণ সম্পাদক জয় মালাকার, বন্ধু প্রতীম সংগঠন দিবালোক এর সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, লালন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এড আসাদুল ইসলাম, উদীচীর উপদেষ্টা স্বপন বাগচী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, বীরমুক্তিযোদ্ধা শ্যামল রায় প্রমুখ। পরে উদীচীর শিল্পী কর্মীরা সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন