
এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড (দেবতলা) ইউপি সদস্য মো:লুৎফর রহমান সাহেবের বাড়ির পাশে এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি গাভী। স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম (কোবাইদুল) এর গাভীটি আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছয় পা বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।
এই অস্বাভাবিক বাছুরটি দেখতে আশেপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমাচ্ছে।গাভীটির প্রসব করান স্বনামধন্য ভেটেরিনারি চিকিৎসক মোঃ আবু সাইদ (বিপুল) মামা।
চিকিৎসক জানান, “বাছুরটি জন্মগতভাবে একটি শারীরিক জিনগত ত্রুটির কারণে অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্মেছে, তবে গাভী ও বাছুর দুটোই বর্তমানে সুস্থ আছে।”
স্থানীয়রা এই ঘটনাকে ‘আল্লাহর অপার লীলা’ বলে অভিহিত করছেন।ঘটনাটি এলাকাজুড়ে এখন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।