
ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল একাদশ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড় সহ তিনজন আহত হয়েছে।
গতকাল বিকালে উপজেলার মান্দারতলা গ্রামে ইদরাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান। মান্দারতলা যুব সংঘের আয়োজনে ব্রিদি নারী ফুটবলদল এবং ঢাকা ফুলবলদল খেলা শুরু হয়।
এসময় দুজন দর্শক এবং একজন নারী ফুটবলার আহত হয় এমন অবস্থায় মহেশপুর থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হলে খেলা বন্ধের ঘোষনাদেন আয়োজকরা
এবং ভবিষ্যতে কোনো খেলার আয়োজনে প্রশাসনের জানাতে হবে বলে জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা খাদিজা আক্তার।