1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু শৈলকুপায় লাইসেন্স বিহীন সার বিক্রি করায় থানায় মামলা দায়ের! বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ হাসান এখন ঝিনাইদহ পিবিআইতে কর্মরত! যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে শোষণ- বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দায়িত্ব নিতে হবে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির শৈলকূপা সাতগাছি গ্রামে বিএনপির দুই দলের সংঘাত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রসংশায় ভাসছেন এএসএসআই মাসুদ রানা! যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা

ভিক্টোরিয়া কলেজে অস্ত্র নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। রোববার বিকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।
আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী প্রমুখ। তারা কুমিল্লা নগরীর বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসা শিক্ষার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন ও সিফাতের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে সিফাত ফাহাদের ওপর হামলা এবং জিসানকে মারধরের হুমকি দেয়। একপর্যায়ে ফাহাদ ও সিফাতের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়।
এ সময় সিফাত তার বহিরাগত বন্ধুদের ফোন দিলে তারা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিফাতও ধারাল অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। পুলিশের ধারণা ঘটনার সঙ্গে জড়িত সবাই কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁইয়া বলেন, সংঘর্ষে পর কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যতটুকু জেনেছি আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের নয়। তবে ভিক্টোরিয়া কলেজের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নবীনবরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে তারা পালিয়ে যান। এরপর নগরীতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট