স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ইউনিসেফ এর সহযোগিতায় ঝিনাইদহের গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আরাপপুর এলাকায় ইসলামি ফাউন্ডেশন অডিটোরিয়ামে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধিনে কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে ঝিনাইদহ জেলা তথ্য অফিস।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো: মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথিলা ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো: লুৎফর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ রিজাউল করিম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: উজ্জ্বল হোসেন প্রমুখ।
কনসালটেশন ওয়ার্কশপে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম,এ কবির, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন,সহ-সভাপতি৷ মনিরুজ্জামান সুমন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসিম আনসারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কল্পে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।