1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকূপায় অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো সড়ক বিভাগ দেবিদ্বারে ঘুষ না দেওয়ায় রহিমা বেগম নামে এক আয়াকে চাকরি থেকে অব্যাহতি সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই: এ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন: এ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান শৈলকুপায় সকল ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন এ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান আবারো ঘরে ঘরে ডেঙ্গু জ্বরের প্রকোপ কুমিল্লা ১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীর কাউকে লাউ নয়, লাউ শাকেই লাভ বেশি ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শৈলকূপায় কলেজ শিক্ষক ও মাধ্যমিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন।

নূরকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতের নায়েবে আমীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকালে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নূরকে  দেখতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

হাসাপতাল থেকে বের হয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নূরুল হক নূর জাতীয়ভাবে পরিচিত নেতা। বাংলাদেশের চলমান আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে চলেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোপূর্বে তার ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন।

তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও সক্রিয় ভূমিকা রাখতে পারেন। দেশের এই ক্রান্তিকালে ঐক্য, সংহতি ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুন্দর নির্বাচন ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা ও দোয়া করা প্রয়োজন।
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক বন্ধুরা যেভাবে দায়িত্ব পালন করছেন তা প্রশংসনীয়। তাদের ত্যাগ ও কষ্ট আল্লাহর কাছে কবুল হোক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নূরুল হক নূরের ওপর হামলা একটি নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে ভবিষ্যতে বড় কোনো ঘটনারও অবমূল্যায়ন হবে। আমরা মনে করি, যেকোনো ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক তদন্ত ও বিচার অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট