1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, মা, কন্যা নিখোজ চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’ শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২ (দুই ) জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

শিক্ষার্থীর মানহানির অভিযোগে শিক্ষক ও সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ শিক্ষার্থীর মানহানির অভিযোগে শিক্ষক ও সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা। কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসাকে কেন্দ্র করে এক অভিভাবকের লিখিত অভিযোগে শিক্ষক, মাদরাসা সভাপতি ও স্থানীয় একটি অনলাইন মিডিয়া পেজের সম্পৃক্ততা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিক্ষক, কেরানি, মাদরাসার এডহক কমিটির সভাপতি এবং স্থানীয় একটি ফেসবুক পেজের পরিচালনাকারী। অভিযোগকারী মো. রাশেদ আলী (৪০), মধুপুর গ্রামের বাসিন্দা ও কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রীর পিতা। তিনি ২৭ জুন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মাদরাসার শিক্ষক বিল্লাল হোসেনের সঙ্গে তার মেয়ের প্রাইভেট পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি ও সামান্য হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার অন্য চার শিক্ষক—মজনু, হুমায়ুন কবির, নাজমা ও কেরানি আলম তাকে ভয়ভীতি দেখিয়ে সভাপতি রবিউল ইসলামের কাছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযোগকারীর নিরক্ষরতার সুযোগ নিয়ে শিক্ষক মজনু একটি লিখিত অভিযোগ তৈরি করে তাকে দিয়ে সই করিয়ে নেয় এবং সেই অভিযোগটি মাদরাসার সভাপতি রবিউল ইসলামের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে রাশেদ আলী পারিবারিকভাবে বিষয়টি বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং তা মৌখিকভাবে জানিয়ে লিখিত অভিযোগ ফেরত চাইতে গেলে সভাপতি তা ফেরত না দিয়ে আশ্বাস দেন যে “সব ঠিক হয়ে যাবে”।

তবে রাশেদ আলীর অভিযোগ, পরবর্তীতে তিনি দেখতে পান সেই অভিযোগপত্রটি ফেসবুক ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার মেয়ে সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। ফেসবুক পেজ “এসকে টিভি ২৪”-এর মাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে মেয়েটির নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ এবং ভূয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রচার করা হয়।

অভিযোগকারী রাশেদ আলীর ভাষ্য মতে, “বিবাদীদের উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আমাদের পরিবার সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়েছে।”

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এদিকে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট