1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, মা, কন্যা নিখোজ চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’ শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২ (দুই ) জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

কালীগঞ্জে বিএনপি নেতা ইউনূস বিশ্বাস ও মহব্বত আলী বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে সংঘটিত এক নির্মম ও বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি নেতা ইউনূস বিশ্বাস ও মহব্বত আলী বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জামাল ও কোলা ইউনিয়নের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে মাহফিলটি আবেগঘন ও প্রতিবাদপ্রবণ রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক ছাত্র নেতা আশরাফুজ্জামান লাল, উপজেলা যুবদলের সদ্যসাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, ছাত্রদলের প্রবীণ নেতা বাবুল আক্তার এবং নিহতদের মেজো ভাই ইয়াকুব আলী বিশ্বাস। দোয়া মাহফিলে বক্তারা শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচারের জোর দাবি তোলেন। প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ তাঁর বক্তব্যে বলেন, “খুন করে রাজনীতি করতে হবে, মানুষের রক্ত নিয়ে রাজনীতি করতে হবে এমন রাজনীতি আমরা করি না, করিনি এবং ভবিষ্যতেও করবো না। আমার দলের একজন কর্মীও যদি আমার দ্বারা নিহত হয়, তবে সেই রাজনীতি আমি ঘৃণা করি। ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতি বিএনপির আদর্শ নয়।” তিনি আরও বলেন, “বিএনপির আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্রে বিশ্বাস করেন না। দেশনায়ক তারেক রহমান ষড়যন্ত্রে বিশ্বাস করেন না। ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েও তাঁরা কোনোদিন ফ্যাসিস্ট শক্তির কাছে মাথা নত করেননি।” তিনি সরাসরি অভিযোগ করে বলেন, “বর্তমানে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, দলের নাম ভাঙিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা করছেন তাদের অচিরেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হবে ইনশাআল্লাহ।” তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দীপ্ত কণ্ঠে আহ্বান জানান, “ইউনূস ও মহব্বতের রক্ত যেন বৃথা না যায়। এই রক্তকে শক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের দুর্বার আন্দোলনে পরিণত করতে হবে। যতদিন হত্যাকারীরা গ্রেপ্তার না হচ্ছে, ততদিন পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান হতে হবে দৃঢ় ও সংগ্রামী।” একইসাথে তিনি আরও বলেন, “তবে মনে রাখতে হবে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শান্তিপূর্ণ এবং আইনানুগ পথে আমরা প্রতিবাদ করে যাব।” এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় আয়োজনে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল এক প্রকার রাজনৈতিক অবস্থান, প্রতিবাদ এবং আত্মমর্যাদা রক্ষার ঘোষণাপত্র, যেখানে রাজনীতি থেকে সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্মূলের জন্য বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্য ও অঙ্গীকার পুনরায় উচ্চারিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট