স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সুষ্ঠ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্যে ঝিনাইদহ জেলার ব্যাংক কর্মকর্তা, পশুহাটের ইজারাদার ও চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা)। বুধবার সকালে ঝিনাইদহ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মনজুর মোরশেদ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুরহাট সংক্রান্ত আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ঈদুল আযহা উপলক্ষে যেকোনো প্রয়োজনে পাশে থাকার বিষয়ে পুলিশ সুপার তাদেরকে আশ্বস্ত করেন।
সভায় সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।