বাংলাদেশ ডেস্ক: শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার প্রস্তাবিত দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬ মে) পরিদর্শনে আসেন,উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিদর্শন শেষে ফেরার পথে নালিতাবাড়ীর দাওধারা এলাকায় তার গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মেরাজ উদ্দিন,সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী,বাংলা টিভির নাঈম ইসলামসহ ৬ জন সাংবাদিক আহত হয়।গতকাল মঙ্গলবার ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় এখন টিভি ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে অর্ধশত লোকের নামে থানায় অভিযোগ দায়ের করেন।বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাতেই অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেন।আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছে।
রয়েছে। আসামি বারবার অবস্থান পরিবর্তন করায় অভিযানে এখনো সফলতা পাওয়া যায়নি। আশা করা যায়, শিগগিরই তিনি ধরা পড়বেন।
এর আগে আবুল হোসেনের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গত রোববার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা ও শিক্ষার্থীরা।