হৃদয় রাজ বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বাঘা মডেল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শাহানুর আলম (বাবু)এর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ মে ( শনিবার) দুপুর ১২ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকতার বর্তমান অবস্থা, স্থানীয় সংবাদ পরিবেশ, এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
মত বিনিময় কালে বাঘা মডেল প্রেসক্লাবের সভাপতি শাহানুর আলম (বাবু) ( বাঘা উপজেলা প্রতিনিধি দৈনিক আমাদের সময় ও এশিয়ান এজ,) উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, “গঠনমূলক সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বাঘা মডেল প্রেস ক্লাব থেকে সব সময় নৈতিক ও গঠনমূলক সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে আসছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাঘা মডেল প্রেসক্লাবের যথেষ্ট সুনাম রয়েছে। এ সুনাম আগামীতেও ধরে রাখতে হবে”।
এ সময় অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদকঃ আব্দুল হক (আজকের বিজনেজ বাংলাদেশ , দৈনিক মুক্ত খবর,)প্রচার সম্পাদক : ইলিয়াস আহম্মেদ( দৈনিক সংগ্রাম, তৃতীয় মাত্রা,)
সাংস্কৃতিক সম্পাদক: হৃদয় আহম্মেদ ( বিএম টিভি)সিনিয়র সদস্য কামাল হোসেন:( দৈনিক সূর্যোদয়,)মাহামুদুল হাসান, দেশ প্রতিদিন,)সদস্য, রুবেল ইসলাম( নিউজ সেভেন),শামীম হোসেন- দৈনিক সময়ের কাগজ । উপস্থিত সদস্যবৃন্দ তাঁদের মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে পেশাদারিত্ব সাংবাদিকতার মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও সমৃদ্ধ করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা দেন।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আলোচনা সভা শেষ করেন।