1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, মা, কন্যা নিখোজ চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’ শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২ (দুই ) জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

শৈলকুপা এখন মাদক ও রমরমা জুয়ার হাট !

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মাদক ও রমরমা জুয়ার হাটে পরিণত হয়েছে ঝিনাইদহের শৈলকুপা। শুধু হাটই নয় মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে এই উপজেলা। দিন দিন মাদকের পাইকারী ব্যবসায়ীদের আস্তানা গড়ে উঠেছে। গাঁজার পাশাপাশি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মরণ নেশা ইয়াবা। আর উঠতি বয়সের যুবকরাই ঘাতক মাদকের প্রধান ক্রেতা। হাটে-ঘাটে, মাঠে-ময়দানে সর্বত্র চলছে মাদকের বেঁচাকেনা। ফলে হাত বাড়ালেই মিলছে মাদক। এই উপজেলার চতুরদিকে রাজবাড়ি, কুষ্টিয়া ও মাগুরা এই জেলার সীমান্ত হওয়াতে মাদক ব্যবসায়ীরা সহজেই নানা রুট ব্যবহার করে গাজা,ইয়াবাসহ নানা রকমের মাদক ব্যবসা করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ প্রশাসনের যেন মাদক নিয়ন্ত্রণে কোনো উদ্যোগই নেই। যার ফলে আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের সাথে যোগসাজস করে এ উপজলোয় অবৈধ মাদকের চালান আসছে। ছোট ব্যবসায়ীরা মাঝে মাঝে গ্রেফতার হলেও,ধরা ছোয়াঁর বাইরে রয়েছে মাদকের শীর্ষ গডফাদাররা। যে কারণে মাদক উপজেলা জুড়ে ব্যাপক প্রসার লাভ করেছে। মাদকের এমন প্রসারের কারণে স্কুল-কলেজ পড়ুয়া তরুণেরাও আশঙ্কাজনকভাবে মাদকের দিকে ঝুঁকছে। এই উপজেলায় গাঁজা থেকে শুরু করে ভারতীয় মদ, বাংলা মদ, ইয়াবা, ফেনসিডিলসহ নানা রকম মাদক কেনাবেচা হচ্ছে। যা উঠতি বয়সি তরণ-তরুনীদের হাতে খুব সহজেই পৌছে যাচ্ছে। বিশেষ করে ইয়াবা নামের এই মরণ নেশার বড়িটি আকৃতি ছোট হওয়ায় মাদক ব্যবসায়ীরা মাদক সেবীদের হাতে এমনকি বাড়িতে বাড়িতে খুব সহজেই পৌছে দিতে সক্ষম হচ্ছে। যা ভয়ংকর রুপে পুরুষদের পাশাপাশি নারীরাও এই মরণ নেশা ইয়াবা সেবন করছে বলে জানা গেছে।

তথ্যানুসন্ধ্যানে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়ার মাদকের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হতো শেখপাড়া এলাকাটি। সেখানে এক সময় ট্রাক ট্রাক ও বস্তা বস্তা গাঁজা আমদানি হয়ে তা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তো। কিন্তু বর্তমানে মাদক সেবীরা গাঁজা ছেড়ে মরণ নেশা ইয়াবার দিকে ঝুঁকছে। যে কারনে ওই এলাকায় অধিকাংশ গাঁজা ব্যবসায়ীরা গাঁজার ব্যবসা ছেড়ে ইয়াবা ব্যবসা শুরু করেছে। ওই এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত তোক্কেল জোয়ার্দ্দার এর ছেলে বকুল জোরদার ও শিপন। এছাড়াও অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে। বিশেষ করে রামচন্দ্রপুর,খুলুমবাড়ী,লাঙ্গলবাঁধ,হাট-ফজিলপুর,পৌর এলাকার সাতগাছি,কবিরপুর,ফাজিলপুর,হাবিবপুর,ঝাউদিয়া,মালিপাড়া এলাকার বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেঁচা হচ্ছে। এছাড়াও হাকিমপুর ইউনিয়নের চামটাইলপাড়া মোড়ে হিন্দু পাড়া নিলের ভিটা মাদক কেনাবেচা ও সেবন করা হয় । এমনকি শৈলকুপা থানার পাশে হরিজন সম্প্রদায়ের মধ্যে মদপানের জন্য মাসে নির্দিষ্ট হারে বাংলামদ নিয়ে আসার পারমিট থাকলেও সেটাকে পুঁজি করে শত শত লিটার বাংলা মদ,ভারতীয় মদ মাদকসেবীদেও কাছে বিক্রি করছে। এ উপজেলায় মাদকের অবাধ বিচরনে শংকিত হয়ে পড়েছে উঠতি বয়সী তরুন-তরুনী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

এদিকে অনুসন্ধানে আরো জানা যায়, ১৪টি ইউনিয়ন আর ১টি পৌরসভার মধ্যে বিস্তীর্ণ এলাকায় এখন চলছে রমরমা জুয়ার আসর। উপজেলার রয়েড়া মাদ্রাসা মাঝামাঝি পশ্চিম পাশে রশিদ ও রফিকের বাড়িতে জুয়ার আসর চালায় গানো ফজলুর ছেলে,রতিডাঙ্গা উওর পাড়া দুইটা চায়ের দোকানে নিয়মিত জুয়া খেলা চলছে, এছাড়াও জাঙ্গালীয়া চাষী ক্লাব, বোয়ালিয়া ভূমিহীন সাকাতলি দোকান,কাঁচেরকোল পরিবার ও পরিকল্পনা পাশে মা নার্সারিতে,কাঁচেরকোল ডাকুয়া ব্রীজের পাশে সোহেল এর চায়ের দোকান। কাতলাগাড়ী বাজারে খালের পাড়ে চায়ের দোকান,ধুলিয়াপাড়া, সিদ্ধি পাকার মাথা, পুরাতন বাখরবা গ্রামের আইনালের বাড়িতে দীর্ঘদিন জুয়ার আসর বসে। এছাড়াও মীনগ্রাম পূর্ব পাড়া সাগরের চায়ের দোকানে জুয়ার আসর বসে,বাগুটিয়া এমপির মোড় ও ভান্ডাররিপাড়ায় নিয়মিত জুয়ার আসর বসানো হয়, পদমদী (মাজার রোড),বগুড়া গ্রামের পশ্চিম পাড়া মিন্টুর দোকান,শ্যামপুর গ্রামের মোড়ে সদর ও হাসনাত এর চায়ের দোকান,রামচন্দ্রপুর কাজীপাড়া মোনছুড়ের চায়ের দোকান,বেনীপুর বাজার,সাধুহাটি,সীমান্তবাজার,মহিষাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন চায়ের দোকান,সিদ্দি,তামালতলা বাজার,বাগুটিয়া মুদিপাড়া,নাগপাড়া ও চামটিপাড়া মোড়,সোন্দাহ মহিরের দোকানসহ এই উপজেলার প্রত্যন্ত এলাকায় মাদক ও রমরমা জুয়ার হাটে পরিণত হয়েছে।
এসব এলাকার স্থানীয় বাসিন্দারা জানায়, জুয়ার আড্ডায়় যুবসমাজ নষ্ট হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।

বিষয়টি নিয়ে সচেতন মহল জানান, মাদক ও জুয়ার আসর বন্ধ করতে সেনাবাহিনী , জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব ও ডিবি’র হস্তক্ষেপ প্রয়োজন।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান,ইতি মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বেশকয়েকজন জুয়াড়িকে অভিযান চালিয়ে আটক করেছে। তিনি আরো জানায়, মাদক ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবেনা। যেখানেই মাদক ব্যবসা ও জুয়ার আসরের খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ সক্রিয় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট