সেলিম মোর্শেদ রানা,পাবনা : পাবনা সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মা নদী পারে অবৈধ বালি উত্তোলন ভাঙ্গন ও প্রতিরোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে সাতবাড়িয়া, তারা বাড়িয়া , হঠাৎ পারা, ফকিরপুর, ও পার্শ্ববর্তী কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। তা ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, জন প্রতিনিধি, সুধীজন মানববন্ধনে সংহতি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,এলাকার কিছু প্রভাবশালী বালি ব্যবসায়ী প্রশাসন ম্যানেজ করে দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছেন।
বালি উত্তোলনের কারণে বিলীন হচ্ছে কৃষকের ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ পদ্মা পারের বসতবাড়ি।
মানববন্ধনে বক্তারা সরকারের দায়িত্ব রত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন আপনারা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, দ্রুত ভাঙ্গন রোধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।