এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের শৈলকুপায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে রাহাতুল নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের দুলালপুর মাঠে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিল একটি চক্র। এতে করে কৃষিজমি স্থায়ীভাবে উর্বরতা হারাচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে দুলালপুর মাঠে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে কৃষি জমির মাটি কাটারত অবস্থায় রাহাতুলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলায় নতুন যোগ দেওয়া সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, মাটিখেকোদের দাপটে সাধারণ কৃষকরা অসহায় হয়ে পড়েছিল। নতুন এই অফিসার যোগ দিয়েই যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার সাধারণ মানুষ এখন থেকেই তাকে "কৃষকবান্ধব অফিসার" হিসেবে অভিহিত করছেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান, কৃষি জমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, "পরিবেশ ও কৃষির ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে মাটিকাটার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।"
এলাকাবাসীর দাবি, শৈলকুপার অন্যান্য ইউনিয়নগুলোতেও যেন প্রশাসনের এমন কঠোর নজরদারি বজায় থাকে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত