মেহেরপুর সংবাদদাতাঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলম–এর নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৪২)–এর বসতবাড়িতে। অভিযানকালে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মালামাল সমূহ
একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ)
একটি ম্যাগাজিন দুই রাউন্ড তাজা গুলি
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত