স্টাফ রিপোর্টার: দালালের মিথ্যা আশ্বাসে মানবপাচারের খপ্পরে পড়ে জীবন দিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বাহির রয়েরা গ্রামের বিল্লাল মোল্যার ছেলে সোহাগ।
বাবা মায়ের অসচ্ছল পরিবারকে সচ্ছল করতে পরিবারের বড় ছেলে সোহাগ ক্ষুদ্র রয়েরা গ্রামের মানবপাচারকারী দালাল রয়েল এর মাধ্যমে গত সাত মাস আগে কম্বোডিয়া যায় কিন্তু কাজ পায় না,শুরু হয় বিভিন্ন নির্যাতন। শেষ পর্যন্ত ১ সপ্তাহে আগে মৃত্যু বরণ করেন।
উন্নত জীবনের স্বপ্ন নিয়ে কম্বোডিয়ায় পাড়ি জমিয়েছিলেন যুবক সোহাগ মোল্লা। ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে তাকে বিদেশে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারান তিনি।
ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অসহায় মা—যার চোখের পানি আর থামছেই না।
এদিকে সোহাগের মৃতদেহ দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় সোহাদ এর পরিবার। শেষ বারের মতো সন্তানের দেখার জন্য অপেক্ষায় রয়েছে বাবা মা। সন্তানকে দেশে ফেরাতে দালালদের দ্বারে দ্বারে ঘুরছেন পরিবারটি।
অনুসন্ধানে জানা যায়, ৮ মাস আগে তাকে ক্যাম্বোডিয়া নিয়ে যায় খুদ্র রয়েড়া গ্রামের জামিরুল শেখের ছেলে মানবপাচারকারী রয়েল শেখ। রয়েল শেখ ২ বছর আগে ক্যাম্বোডিয়া পাড়ি জমায়, এরপর থেকে এলাকার বেশকিছু দরিদ্র যুবককে প্রলোভন দেখিয়ে ক্যাম্বোডিয়া নিয়ে যায়। মাসে দেড় লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে পরিবারের কাছ থেকে ৫ লাখ করে টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের নিজের কাছে নিয়ে অবৈধ কাজ করাতে বাধ্য করে। ভুক্তভোগীদের অভিযোগ কম্বোডিয়া কোনো কাজ নেই, বৈধ কাগজ পত্র হয়না,দেশে ফিরতে চাইলে শুরু করে নির্যাতন। ঠিকমত খাবার ও বেতন ওই দেশে পাওয়া যায় না,এসব দেশে বলা নিষেধ, প্রতিবাদ করলেই নির্যাতনে মাত্রা বেড়ে যায়।
সর্বশেষ গত মাসে সোহাগকে নির্যাতন করলে সে অসুস্থ হয়ে যায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১ জানুয়ারী সোহাগ ক্যাম্বোডিয়ায় মৃত্যু বরণ করে। এদিকে এখন পর্যন্ত তার মৃতদেহ দেশে আনার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি মানবপাচারকারী রয়েল শেখ। সোহাগের সাথে একই ফ্লাইটে গিয়েছিলো তারই চাচাত ভাই ইব্রাহীম। গত পরশু সে দেশে ফিরে পরিবারকে সব খুলে বলে। ইব্রাহিম ও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকার যেসব গরিব বেকার যুবকদের প্রলোভন দেখিয়ে কম্বোডিয়া নিয়ে যায় তাদের মধ্যে ৮/১০জন সবকিছু হারিয়ে পালিয়ে দেশে চলে এসেছে। সর্বশান্ত হয়ে গেছে অনেকগুলো পরিবার।
প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত