
মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৌর এলাকার সাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাইলচর গ্রামের বাসিন্দা রিকশা ড্রাইভার মোঃ বাবুল মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা হঠাৎ ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত মোঃ বাবুল মিয়া জানান, আগুনে তার ঘরের সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তিনি পরিবারসহ চরম বিপাকে রয়েছেন। তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।