মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, আজকের দিনে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস ধারণ করে দেশকে শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল জাতির জন্য শোক ও বেদনার দিন। মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। এর উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করে একটি নবজাত রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে না দেওয়া।
তিনি আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্মকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমি সুপারভাইজার মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদাত হোসেন, ছাত্রশক্তির জেলা নেতা কাজী নাসির মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা সদরের বধ্যভূমি (গণকবর) এলাকায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত