এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে উপড়ে ফেলা হলো প্রায় ২০ বছর বয়সী একটি বটগাছ। গাছটি ধ্বংস করা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার দুপুর শহরের শহিদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।
কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা রবজেল হোসেন বলেন, এখানে দুটি বটগাছ ছিল। এখানে শরৎকালে বটের ফলথেকে পাখিরা আসতো দেখতে অনেক ভালো লাগতো। উচ্ছেদ অভিযানের সময় গাছটি না কাটলেও পারতো।
শরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে খুবই ভালো কথা কিন্তু গাছটি উপড়ে ফেলার দরকার কি ছিল। যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে ২০ বছর বয়সী একটি বটগাছ খুবই মূল্যবান এই সময়ে। এই গাছটি ধ্বংস করা উচিৎ হয়নি।
অভিযানে সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতক জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। অভিযানে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত