এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও গণিতচর্চাকে আরও উৎসাহিত করতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাথ অলিম্পিয়াড–২০২৫। প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করেছে স্থানীয় শিক্ষাবান্ধব সংগঠন মেধা মনন মঞ্চ।
আয়োজক সূত্রে জানা গেছে, আসন্ন ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সম্ভাব্য স্থান: হিসেবে রাখা হয়েছে শৈলকুপা ডিগ্রি কলেজ, শৈলকুপা ঝিনাইদহ।
প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে চারটি শ্রেণিভিত্তিক ক্যাটাগরিতে—
১️⃣ প্রাইমারি ক্যাটাগরি: ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি
২️⃣ জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
৩️⃣ সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম ও ১০ম শ্রেণি
৪⃣ হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: ১১তম ও ১২তম শ্রেণি
প্রতিটি ক্যাটাগরির জন্য থাকবে আলাদা প্রশ্ন, আলাদা মূল্যায়ন ও আলাদা পুরস্কার প্রদান।
রেজিস্ট্রেশন নিয়ে তড়িঘড়িঃ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩০ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিযোগীরা রেজিস্ট্রেশন ফরম সংগ্রহের সময় এডমিট কার্ড ও সিলেবাস অবশ্যই বুঝে নিতে হবে—এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজকরা।
যুব সমাজে গণিতচর্চার জোয়ার আনতে মেধা মনন মঞ্চ উদ্যোগ বলছে, “গণিত শেখো, স্বপ্ন দেখো”—শিক্ষার্থীদের এই রূপকল্প সামনে রেখে আমরা বিগত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করে আসছি। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখছে।
শিক্ষা–সংগঠনের এমন উদ্যোগে শৈলকুপা ও আশপাশের এলাকার শিক্ষার্থী–অভিভাবকদের মাঝে ইতোমধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় শিক্ষকরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে গণিতভীতি কাটিয়ে মেধাভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করবে।
আয়োজনে:মেধা ও মনন মঞ্চ, শৈলকুপা, ঝিনাইদহ।
বিস্তারিত যোগাযোগ:
📞 ০১৩২৮-৬৯৭৬৮৯
📞 ০১৯৬৮-৬৮০৬৭৭
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত