
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোমাপুর মাঝপাড়া গ্রামে জামায়াতে ইসলামীর গণসংযোগ
খাইরুল বাসার জেলা সংবাদদাতাঃ
৩ ডিসেম্বর ২০২৫
মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়ন সোনাপুর মাঝপাড়া গ্রামে গণসংযোগ করেন মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।
বুধবার ( ৩ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪ টার সময় মুজিবনগর উপজেলা বাগোয়ান ইউনিয়ন সোনাপুর মাঝপাড়া গ্রামে জামায়াতে ইসলামী গণসংযোগ আয়োজন করা হয়েছে।
গণসংযোগে অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়ন আমির মাও. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজউদ্দিন খান, গনসংযোগ শেষে তিনি বক্তব্যে বলেন মানুষের কল্যাণে, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমরা উন্নত, সুশাসনভিত্তিক সমাজ গড়তে সক্ষম হবো। গনসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী বায়তুল মাল সেক্রেটারি জারজিস হোসাইন, মুজিবনগর উপজেলা আমির মাও.খানজাহান আলী,উপজেলা নায়েবে আমীর মাও. ফিরাতুল ইসলাম,উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার,,মুজিবনগর উপজেলা পেশাজীবি বিভাগের সেক্রেটারি মোশাররফ হোসেন,উপজেলা বাইতুলমাল সেক্রেটারি আমির হোসেন,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি ফজলুল হক গাজীসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন।