মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি।কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরের ব্যবহৃত সরকারি গাড়িচাপায় ফাইজা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সহকারী কমিশনার গাড়িতে ছিলেন না বলেও জানা যায়।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মাঠে এ ঘটনা ঘটে । ঘটনার পর থেকে চালক তওয়াবুর হোসেন পলাতক।
শিশু ফাইজা (২) বরিশাল জেলার ওজিরপুর থানার তারভ্রন গ্রামের ফাইজুল হকের মেয়ে।
গুরুতর আহত ফাইজাকে স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় গাড়ির চালক তওয়াবুর হোসেন সকালে সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছেরকে উপজেলা পরিষদের বাউন্ডারির ভিতরের বাসা থেকে আনতে পরিষদ মাঠে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এ ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত