এ.এস আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব গ্রহণের দিনই তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শৈলকুপার সার্বিক উন্নয়ন, সচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি আশা প্রকাশ করেন।
মোঃ মাহফুজুর রহমান এর আগে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। দক্ষতা, শৃঙ্খলা ও সততার মাধ্যমে দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিত।
নতুন ইউএনও’র যোগদানে শৈলকুপাবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে স্বাগত জানিয়ে উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সবাই আশা করছেন, মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে শৈলকুপা উপজেলা আরও গতিশীল ও উন্নয়নবান্ধব প্রশাসনিক সেবা লাভ করবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত