কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
"দফা এক দাবি এক আধ্যাক্ষের পদত্যাগ" নাস্তিকের ঠিকানা এই কলেজে হবে না" আমার সোনার বাংলায় ইসলাম বিরোধীর ঠাঁই নাই এমন বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. আমানুল্যাহ'র অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
(১৮ নভেম্বর) মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজ চত্বরে অবস্থান নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নানা ধরনের স্লোগান দিতে থাকে কয়েক শত শিক্ষার্থী।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ আমানুল্যাহ তাঁর লেখা দ্রোহবিলাসী পাখির গান নামের বইয়ে হিজাব, ইসলাম ধর্ম ও রাজনৈতিক দল বিএনপি–জামায়াত ইসলামী নিয়ে ‘কুরুচিপূর্ণ ও অবমাননাকর’ মন্তব্য করেছেন। এসব বক্তব্যে তারা ক্ষুব্ধ হয়ে অপসারণ দাবি তোলেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আলী হোসেন, ইমন,অনিক,আশিক, দিলু,শিলু সহ অনেক বলেন, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শুরু করার পর অধ্যক্ষ বিষয়টি জানতে পেরে দ্রুত কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অধ্যক্ষ আমানুল্যাহর একটি ছবি টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ করেন। প্রতীকী এ প্রতিবাদে আরও শিক্ষার্থী যুক্ত হন।
শিক্ষার্থীরা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, অধ্যক্ষ ক্যাম্পাস ছেড়ে অন্যান্য শিক্ষকদের শিক্ষার্থীদের তোপের মুখে ফেলে পালিয়ে গেছেন সেহেতু তিনি ফিরে আসলেও আমরা আর গ্রহণ করবোনা। অধ্যক্ষর বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো উল্লেখ করে লিখিত অভিযোগ দেন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলব। অন্য দাবিগুলো নিয়ে অফিসকক্ষে বসে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন
শিক্ষক পরিষদের সম্পাদক মশিয়ার রহমান। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি অভিযোগের বিষয়ে শিক্ষার্থীদের দাবিকে ‘যৌক্তিক’ বলে মন্তব্য করেন।
শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয় আশ্বস্ত করাই আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেন। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনরত কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা,শেখ মো,আমানউল্যাহ'র মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সে সময় কলেজ ক্যাম্পাসে উপাধ্যক্ষ প্রফেসর তার্পনেন্দু মন্ডল, প্রভাষক আনিসুর রহমান, মশিউর রহমান, রিপন হোসেন সহ আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত