1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, মা, কন্যা নিখোজ চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’ শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২ (দুই ) জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্র মানা হবেনা বিএনপি নেতা জয়ন্ত কুন্ডু!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, ‘আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশে ভোট পাবার জন্য অনেকেই তাদের নীতি বিসর্জন দিয়ে চলেছেন। তারা মনে করছেন এখন তাদের পরিস্থিতি ভালো নয় পরীক্ষা দিলে পাস করতে পারবেন না। সেই জন্য তাদের পরীক্ষা পেছাতে হবে।’
তিনি বলেন, ‘আমরা বলতে চাই পরীক্ষা যখন হবার তখনই হবে। নির্বাচন যখন হবার তখনই হবে, ২৬ এর ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র মানা হবেনা।’
শনিবার (১৫ নভেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সমর্থনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘কিছু রাজনৈতিক দল সংস্কারের নামে সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই— যে সংস্কারের কথা আপনারা বলছেন সেই ৩১ দফায় সংস্কারের প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের জুলাই মাসেই জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছেন। অতএব ঘোষণা অনুয়ায়ী আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ‘৩০০ টি আসনের মধ্যে বিএনপি ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। আরো ৬৩টি আসন বাকি রয়েছে। যার মধ্যে আমাদের শরিক দলের জন্য কিছু আসন, এবং যেখানে দলের একাধিক প্রার্থী আছে।’
তিনি বলেন, ‘আমাদের ঝিনাইদহ-১ আসনের ব্যাপারে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই— তারেক রহমান যেটা ঘোষণা দিবেন তিনিই হবেন আমাদের দলের মনোনীত প্রার্থী।দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে।
দলীয় মনোনিত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও দল যদি তাকে মনোনয়ন দেন তবে তিনি বিপুল ভোটে আসনটি থেকে বিজয়ী হবেন বলে ঘোষণা দেন।
শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া মিলন ও ইবি ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুর রহমানসহ অন্যান্যরা। সমাবেশে উপজেলার ১৪ টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট