
মুজিবনগর প্রতিনিধি:উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে পাট বীজ চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (আজ) বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা অডিটরিয়াম হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, ঢাকা মোসাঃ রাশিদা আক্তার। বক্তব্য রাখেন উপ-পরিচালক বিএডিসি মেহেরপুর হাফিজুল ইসলাম, পাট উন্নয় আব্দুল কাদের। মুজিবনগর পাট উন্নয় অফিসার রাশেদ প্রমুখ।