
সজিবুল ইসলাম সজিব ক্রাইম রিপোর্টার(ঝিনাইদহ)
আজ ১৩ই নভেম্বর বিকাল ৪ টাই। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কতৃক আয়োজিত ঘোষিত লোকডাউন বিভিন্ন জায়গায় নাশকতার প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ঝিনাইদহ পথসভা আয়োজিত করেন
পথসভায় উপস্থিত থাকেন ঝিনাইদহ জেলা সকল ছাত্র সংগঠন। সকল ছাত্র সংগঠন প্রতিনিধিরা বক্তব্য দেন
ছাত্র সংগঠনের প্রতিনিধি বলেন-জুলাই বিপ্লবকে আমরা নষ্ট হতে দেবো না।আরো বলেন আওয়ামীলীগ লোকডাউনের নামে যে নাশকতা সৃষ্টি করতে চেয়েছে।ছাত্রজনতা তা মেনে নিবে না।
আমরা ফ্যাসীবাদ বিরোধী পক্ষে সকল ছাত্র জনতা এক।জুলাই শহিদের রক্ত আমরা বৃথা যেতে দিবো না।যখনই কেউ ফ্যাসীবাদ কায়েম করতে চাইবে তখনই ছাত্র জনতা তার বিরুদ্ধে একশনে যাবে