মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের সদর দক্ষিণ-লালমাই উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশ বেতার এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার মধ্যরাত ৩টায় ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে তারা এই মিছিল করে। মিছিলে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি মিছিলে সরাসরি না থাকলেও তারা নিরাপদ স্থানে থেকে দিকনির্দেশনা দিয়ে মিছিলটি করিয়েছেন বলে জানা গেছে।
ওই সময়ে সড়কে চলাচলকারী কয়েকজন অটোরিকশা চালক জানায়, মধ্যরাতে হঠাৎ জামান ফিলিং স্টেশন ও আরএফএল ফ্যাক্টরির গলি থেকে কিছু লোক মুখোশ পরে বের হয়ে ব্যানার ও মশাল হাতে নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের ছবি রয়েছে। তবে মিছিলের পক্ষের কিছু লোক লালমাই বাজার মোড়ে ও কিছু লোক লোটাস কামালের বাড়ির সামনে বেকাপ দিতে অপেক্ষমাণ ছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মিছিলটি লালমাই থানা এলাকায় হয়নি। বাংলাদেশ বেতার এলাকাটি সদর দক্ষিণ এলাকায় পড়েছে। তারপরও আমরা মিছিলে অংশগ্রহণকারীদের ভিডিও দেখে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত