
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমবায় কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক আবু আরিফ রেজার সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি হুমায়ুন কবীর, ভ্যালিফিল্ড বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মীর নওশের আলী, বিএলকে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সফিউল ইসলাম প্রমুখ। এর পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে অতিথিবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।