মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লায় নাশকতার পরিকল্পনায় জড়িত এবং নগরীতে মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম(২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬), গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
ওসি বলেন, বৈষম্যবিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী বৃহস্পতিবার বিকালে মাস্ক লাগিয়ে হঠাৎ ৩০-৪০ সেকেন্ড মিছিল করে পালিয়ে যায়। এ সময় তারা নাশকতার পরিকল্পনা এবং চেষ্টা করে। এ বিষয়ে পুলিশ সুপারের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২ জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত