স্টাফ রিপোর্টার: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পক্ষপাত এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা দোয়েল চত্তর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিনাকুন্ডু উপজেলা আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা আহ্বায়ক জনাব মোঃ আবু হুরাইরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
এইচ এম নাইম মাহমুদ সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা
রিহন হোসেন রায়হান সেক্রেটারী
ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা,
মোঃ সাইদুর রহমান সাবেক সদস্য সচিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা,
আব্দুল্লাহ আল মামুন
সভাপতি,ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা
এম মাহফুজুর রহমান সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন হরিণাকুণ্ডু উপজেলা।
এছাড়াও উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হরিণাকুন্ডু উপজেলার সচেতন শিক্ষার্থীবৃন্দ এর ব্যানারে, হরিণাকুন্ডু উপজেলা ছাত্র শিবির,ছাত্রদল, ইসলামী যুব আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ সর্বস্তরের ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,জুলাই গণহত্যায় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী লীগের দোষর দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বদলিকৃত ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে হরিণাকুন্ডু উপজেলায় বদলি করা হয়েছে। আওয়ামী লীগের এই দোষর বদলিকৃত ইউএনও সুদীপ্ত কুমার সিংহের বদলির আদেশ অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। না করা হলে কঠোর থেকে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঘোষনা দেন মানববন্ধন থেকে নেতৃবৃন্দ । বর্তমানে হরিণাকুন্ডুতে ইউএনও যোগদান করাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত