1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, মা, কন্যা নিখোজ চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’ শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২ (দুই ) জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

কুমিল্লা-২ বিএনপির ঘাঁটিতে এবার আলোচনায় সেলিম, আক্তারুজ্জামান ও খাদিজা আনোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ চলছে। এই আসনে মনোনয়ন দৌড়ে আলোচনায় রয়েছেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। মনোনয়ন চাইছেন এই আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মন্ত্রী এম কে আনোয়ারের মেয়ে খাদিজা আনোয়ার রিনাও। তবে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রথম দুজন অধিক আলোচনায় রয়েছেন।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার কে হচ্ছেন দলের প্রার্থী সেটি নিয়ে কৌতুহলের শেষ নেই নেতাকর্মীদের।
স্থানীয় সূত্র জানিয়েছে, দলের হাইকমান্ড সেলিম ভূঁইয়াকে কুমিল্লার রাজনীতিতে গুরুত্ব দিলেও হোমনা-তিতাস উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একটি অংশের সঙ্গে তার বিরোধ দৃশ্যমান। ওই আসনে অন্যদের মধ্যে গণসংযোগ করছেন খালেদা জিয়ার সাবেক এপিএস আব্দুল মতিন এবং জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহসভাপতি মনোয়ার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লাও।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-২ সংসদীয় আসনে ১৯৯১-১৯৯৬-২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত সাবেক মন্ত্রী এমকে আনোয়ার। পরের ডামি নির্বাচগুলোতে অন্যরা জয়ী হন। ২০১৪ জাতীয় পার্টির আমীর হোসেন, ২০১৮ সালে আওয়ামী লীগের সেলিমা আহমেদ মেরী, ২০২৪ সালে স্বতন্ত্র পার্থী হিসেবে অধ্যাপক আব্দুল মজিদ সংসদ সদস্য নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে অনেকটাই নির্ভার ছিলেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে দলের হাইকমান্ড সেলিম ভূঁইয়ার ওপর অনেকটাই আস্থা রাখেন।
সম্প্রতি আসন পুনর্বিন্যাস হওয়ায় তিনি কিছুটা বিপাকে পড়েছেন। সেলিম ভূঁইয়া এখন কুমিল্লা-১ আসনের ভোটার। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলের একক প্রার্থী। তাই সেলিম ভূঁইয়া কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। এদিকে আসনটিতে তৃণমূলে জনপ্রিয় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকারের। আক্তারুজ্জামানের সমর্থকরা জানান, আক্তারুজ্জামান সরকার বিগত ১৭ বছর ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। মামলা-হামলার শিকার হয়ে হরতাল-অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। কর্মীবান্ধব এ নেতার মনোনয়ন প্রত্যাশা করছেন তারা।
তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মানিক বলেন, আক্তারুজ্জামান সরকার দীর্ঘ ১৭ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে আগলে ধরে রেখেছেন। আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিলে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। তার সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকরা রয়েছেন।
এদিকে আসনটিতে মনোনয়ন প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক এপিএস আব্দুল মতিন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহসভাপতি মনোয়ার সরকার, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা এবং এমকে আনোয়ারের কন্যা খাদিজা আনোয়ার রিনা। এর মধ্যে মতিন এবং মনোয়ার সরকার নিয়মিত মাঠে কাজ করছেন। রিনা আশাবাদী, দল তার বাবার অবদান মনে রাখবে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, গত ১৭ বছর অনেক মামলা হামলার শিকার হয়ে কুমিল্লা উত্তর জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। শত নির্যাতনের মাঝেও এলাকা ছাড়িনি। তৃণমূলকে ছেড়ে কোথাও যাইনি। এখন দেখি অনেকেই প্রার্থী হতে চায়। আমি তৃণমূল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর ভরসা করি।
বিএনপি চেয়ারপারসনের সাবেক এপিএস আব্দুল মতিন বলেন, হোমনা-তিতাসের জনসাধারণ আমাকে চাচ্ছে। আমি বিএনপির আমলে এলাকার অনেক উন্নয়ন করেছি। দলের মনোনয়ন নিয়ে আমি আশাবাদী।
জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহসভাপতি মনোয়ার সরকার বলেন, হোমনা-তিতাসে এখন আমার গণসংযোগ সবচেয়ে বেশি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমার কর্মী-সমর্থক রয়েছে। জনগণ আমার ডাকে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন।হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহর বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মেঘনা উপজেলার বাসিন্দা। তিনি এই আসনের কেউ না। তাকে হোমনা-তিতাসে আমরা মেনে নেব না।
সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, আমি বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এখানে হোমনা-তিতাসের বাইরের কেউ প্রার্থী হলে তৃণমূল মানবে না। আমরা দলের হাইকমান্ডের কাছে বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দলের হাইকমান্ড যেখানে আমাকে মনোনয়ন দেবে, সেখানেই নির্বাচন করতে চাই। হোমনায় কমিটি নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। বড় দলে এমন কিছু মতানৈক্য থাকতে পারে। দল থেকে একক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে সব ঠিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট