মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি:-
কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী রবিউল হাসান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজি চালক মারাত্মক আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার দক্ষিণ নারায়নপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কংশনগরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত রবিউল হাসান উপজেলার ইউছুফপুর ইউনিয়নের পীর মহেশপুর গ্রামের মো. শাহ আলমের পুত্র। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। আহত সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) একই উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মৃত অজিদ মিয়ার পুত্র। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে কংশনগর বাজারের আড়তে মাছ আনতে যাওয়ার পথে রবিউল এ দুর্ঘটনার শিকার হন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক সিএনজি যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহ প্রকাশ করায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত