মোঃ সাকিব খান: মাগুরার শ্রীপুরে সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীপুর থানা পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দুপুরে শ্রীপুর শহরের বিভিন্ন সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী, পথচারী ও সুশীল সমাজের লোকজন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, ওসি তদন্ত আবু বক্কার, থানার সেকেন্ড অফিসার জাহিদ হোসেনসহ শ্রীপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।
এ সময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, সরকারি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির পাশাপাশি পথচারীরা নির্বিঘ্নে রাস্তা ও ফুটপাতে চলাচল করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত