
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী বাজারে ভূমি অফিসের পাশে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছেন ওই এলাকার এনামুল নামের এক ব্যাক্তি। স্থানীয় ভূমি অফিসের নায়েব নিশেধ করলেও তিনি কর্নপাত করেননি।
ক্ষমতা দেখিয়ে প্রশাসনের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে । এদিকে ভূমি অফিসের নায়েব মইনুল কবীর জানিয়েছেন, শুক্রবার শনিবার ছুটির দিন হওয়ায় দোকান ঘর নির্মাণ করে নিয়েছেন। বিষয়টি জানারপর দোকান ঘর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বারবার নিষেধ করারপরও এনামুল ক্ষমতা খাঁটিয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ করেন নি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
বিষয়টি নিয়ে শৈলকুপা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন বলেন, দোকান ঘর নির্মাণের অভিযোগ পেয়েছি। সরকারি জায়গা দখল করে যারা এই অপকর্ম করে তাদের কাজ বন্ধ রাখতে ও ঘর ভেঙে নিতে বলা হয়েছে। যদি নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করে, প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।