
স্টাফ রিপোর্টার: সংসার পৃথক করা নিয়ে পিতার সাথে ঝগড়ার পর ঝিনাইদহের শৈলকুপায় সুরুজ হোসেন (২৭) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রামে। তিনি ওই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকে স্ত্রী বারবার আলাদা সংসারের দাবি তুলছিলেন। শেষ পর্যন্ত স্ত্রীর জোরাজুরিতে সুরুজ তিনমাস আগে আলাদা হয়ে সংসার শুরু করেন। এতে পরিবারের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। রোববার বিষয়টি নিয়ে আবারও বাপমায়ের সাথে তার ঝগড়া হয়। এসময় বাবা বলেন পৃথক হয়ে সংসার করলে এ বাড়িতে থাকা যাবে না, অন্য জায়গায় গিয়ে থাকতে হবে। কথাটি শুনে সুরুজ মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পর তিনি অভিমানে বিষপান করেন।
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।