আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ঘণ্টা বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
বক্তারা মনোনয়নপ্রত্যাশী নেতাদের বলেছেন, ‘মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
উল্লেখ্য, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতাকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।
দেবিদ্বার থেকে ডাক পাওয়া পাঁচ নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রেহানা পারভীন।
মনোনয়ন প্রত্যাশী এম আউয়াল খান বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। প্রতিটি আসনেই কয়েকজন যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী। দল যাকেই মনোনয়ন দিক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।
ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী জানান, ‘আজ সন্ধ্যা ৬টায় গুলশান কার্যালয়ে দেবিদ্বার থেকে পাঁচজন ডাক পেয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘দলীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ‘মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত