1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি কর্তৃক অবৈধ তিনটি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি কুমিল্লা ভ্রাম্যমাণ মৌমাছি পালন, বছরে আয় ৮ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, মা, কন্যা নিখোজ চট্টগ্রামে আধুনিক পরিবহন ব্যবস্থায় আসছে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা’ শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০২ (দুই ) জন মাদকব্যবসায়ী গ্রেফতার এবং ৫৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাইলেন ভেড়ামারা উপজেলা বিএনপি কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত

পরিচ্ছন্ন কর্মীকে থাপ্পর —গ্রাহককে অন্ধকারে ফেলল পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, মাগুরা:

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের পরিচ্ছন্ন কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে।গত বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে।পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের পরিচ্ছন্নতা কর্মীরা লাইন সঞ্চালনের নিরাপত্তার জন্য গাছপালা পরিস্কার অভিযানে নামেন। এ সময় তারা গ্রাহক হালিম মোল্লার বাড়ির পাশে থাকা কয়েকটি ফলজ গাছ এমনভাবে কেটতে থাকেন যে গাছগুলো আর বাঁচানো সম্ভব নয়। এতে ক্ষোভ প্রকাশ করেন হালিম মোল্লার স্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ করেন গাছগুলো নষ্ট না করতে। কিন্তু সেই অনুরোধের জবাবে কর্মীরা তাঁর সঙ্গে বাজে আচরণ করেন।

ভুক্তভোগী হালিম মোল্লা জানান, আমার স্ত্রী প্রতিবাদ করায় পরিচ্ছন্নতা কর্মীরা বাজে মন্তব্য করেন। পরে আমি ঘটনাটি জানলে তাদের এমন আচরণের প্রতিবাদ জানাই। এর পরপরই কোনো পূর্বাভাস ছাড়াই আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে আছি।

ঘটনার পর থেকে হালিম মোল্লার বাড়ি অন্ধকারে ডুবে আছে। বিদ্যুৎ না থাকায় পরিবারটি রান্নাবান্না, শিক্ষার্থীদের পড়াশোনা ও অন্যান্য কাজকর্মে বিপাকে পড়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শামীম হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীকে থাপ্পর মারার ঘটনার পর সংশ্লিষ্ট পরিবারের বাড়ির বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ওই পরিবারকে অফিসে ডাকা হয়েছে।তারা রবিবার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা হলে সংযোগ পুনরায় চালু করা হবে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ সেবার নামে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগী পরিবারের বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের দাবি জানিয়েন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট